স্বাধীনতা দিবসে নয়া স্কুটার আনল টিভিএস, কত দাম ? বৈদ্যুতিন স্কুটারের দুনিয়াতে বদল এনেছে টিভিএস। ৭৮তম স্বাধীনতা দিবসে টিভিএস আনল নতুন iQube মডেল। ৩.৪ কিলোওয়াট আওয়ারের এই স্কুটারের নাম 'সেলিব্রেশন এডিশন'। ইতিমধ্যেই iQube-এর ৩.৫ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে দেশে। সেই উপলক্ষ্যেই এই নতুন এডিশন এনেছে টিভিএস। ১ লাখ ২০ হাজার টাকা থেকে এই স্কুটারের দাম শুরু। আজ থেকেই শুরু হয়েছে এই ই-স্কুটারের বুকিং। ২৬ অগাস্ট থেকে ডেলিভারি শুরু হবে স্কুটারের। আগে থেকে বুকিং না করলে ইচ্ছে থাকলেও কেনা হবে না।