হিরো মোটোকর্পের অন্যতম জনপ্রিয় বাইক এই হিরো স্প্লেন্ডার।
এই বাইকের অনেকগুলি মডেল রয়েছে বাজারে।
মাইলেজও খুব ভাল পাওয়া যায় এই বাইকে।
৯.৮ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে হিরো স্প্লেন্ডার বাইকে।
হিরো মোটোকর্পের দাবি, এই বাইকের মাইলেজ ৬৫ কিমি।
অর্থাৎ এই বাইকে ১ লিটার তেলে ৬৫ কিমি রাস্তা যাওয়া যাবে।
কিছু বাইকে ARAI সার্টিফায়েড মাইলেজ থাকে ৯০ কিমি প্রতি লিটার।
হিরোর স্প্লেন্ডার প্লাস মডেলে আবার মাইলেজ ৬০ কিমি প্রতি লিটারে।
৫ বছরের গ্যারান্টি সহ বাজারে পাওয়া যায় এই বাইক।