নিত্যদিনের সঙ্গী বাইকের মাইলেজ খুবই গুরুত্বপূর্ণ তবে বাইক মাইলেজ বাড়ানো কিছুটা উপায় রয়েছে ব্যবহারকারীর হাতেই

বাইক চালানোর সময় ছোট্ট কিছু ভুল কমিয়ে দেয় মাইলেজ এ ক্ষেত্রে কী করবেন?

বাইকের গিয়ার সঠিক উপায়ে ব্যবহার করলে বাড়ে মাইলেজ তবে তার জন্য বাইকের গিয়ার লাগানোর সঠিক উপায় জানা প্রয়োজন

গিয়ার পরিবর্তন করার সময় সর্বদা ক্লাচ সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত অর্ধেক ক্লাচ চেপে গিয়ার পরিবর্তন করলে ক্ষতি হতে পারে

খুব কম আরপিএম-এ উচ্চ গিয়ারে স্থানান্তরিত হলে ইঞ্জিনের ওপর চাপ পড়ে এবং মাইলেজ কমে যায়

গিয়ার পরিবর্তন করার সময় এক্সিলারেটর সামান্য চাপা উচিত খুব কম আরপিএম-এ উচ্চ গিয়ারে স্থানান্তরিত হলে মাইলেজ কমে যায়

বাইক নিয়মিত সার্ভিসিং করান সঠিক বায়ুচাপসহ টায়ার ব্যবহার করতে হবে

প্রয়োজনে ক্লাচ, গিয়ার এবং এক্সিলারেটরের তার বদলাতে হবে