এক কিলোমিটার ইলেক্ট্রিক বিমান ওড়াতে কত টাকা লাগবে?

Published by: ABP Ananda
Image Source: pexels

যুক্তরাষ্ট্রের বিটা টেকনোলজিস-এর আলিয়া CX300 বিমানটি প্রথমবার যাত্রী নিয়ে আকাশে উড়েছে।

Image Source: pexels

প্রথম থেকেই এই ধরনের বিমানের খরচ নিয়ে সবার মনে প্রশ্ন ছিল

Image Source: pexels

এই বিমানটি চারজন যাত্রী নিয়ে ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করেছে।

Image Source: pexels

এই বিমানটি ইস্ট হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করেছে

Image Source: pexels

যাত্রার জন্য মোট ত্রিশ মিনিটের মতো সময় লেগেছিল।

Image Source: pexels

বৈদ্যুতিক বিমান প্রতি কিলোমিটার যেতে কত টাকা খরচ পড়ে ?

Image Source: pexels

পৃথিবীর প্রথম বৈদ্যুতিক বিমানটি চারজন যাত্রী নিয়ে প্রায় ৬৯৪ রুপিতে ১৩০ কিলোমিটার ভ্রমণ করেছে।

Image Source: pexels

এই হিসাব অনুযায়ী, একজন ব্যক্তি ইলেক্ট্রিক বিমানে প্রায় ৫.৩৪ রুপিতে এক কিলোমিটার উড়তে পারে?

Image Source: pexels

যুক্তরাষ্ট্রের বিটা টেকনোলজি 2017 সাল থেকে বৈদ্যুতিক বিমান চালানোর উপর কাজ করছে।

Image Source: pexels