১.১০ লাখেই পাবেন বাজাজ চেতকের নয়া মডেল; কী ফিচার্স ?



বাজাজ চেতকের আরেকটি নতুন মডেল এসে গেল ভারতের বাজারে।



মডেলটি ৩৫ সিরিজের, নাম বাজার চেতক ৩৫০৩।



মাত্র ১.১০ লক্ষ টাকাতেই মিলবে এই স্কুটার।



এই বৈদ্যুতিন স্কুটারে একবার সম্পূর্ণ চার্জে যাওয়া যাবে ১৫১ কিমি।



এতে রয়েছে একটি ৩.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক।



তবে এই স্কুটারে সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ৬৩ কিমি।
সিট স্টোরেজের আয়তন ৩৫ লিটার পেয়ে যাবেন আপনি।


তবে বাজার চেতক ৩৫০৩ স্কুটারে চার্জ দিতে সময় লাগবে সাড়ে ৩ ঘণ্টা।



ব্লুটুথ মিউজিক কন্ট্রোল, এলসিডি ক্লাস্টার, এলইডি হেডলাইট রয়েছে এই স্কুটারে।