ইন্ডিয়ান আর্মির বাইক বলতেই বুলেট, পিছনে কোন ইতিহাস ?

Published by: ABP Ananda

ভারতীয় বাজারে বুলেট 350 বাইকের এক জনপ্রিয়তার সঙ্গে টেক্কা দেওয়া কঠিন

আপনি কি জানেন, বুলেট 350 বাইকের সঙ্গে সেনাবাহিনীর কোন মজবুত সম্পর্ক রয়েছে

ভারতীয় সেনার সঙ্গে এই মোটরসাইকেলের যাত্রা শুরু হয়েছিল ১৯৪৯ সালে

১৯৪৯ সালে সরকার সীমান্তে পেট্রোলিংয়ের জন্য এই বুলেট বাইকগুলি আনায়।

ভারতীয় সেনাবাহিনীতে এই মোটরসাইকেল মিলিটারি বাইকস নামে পরিচিত হয়ে উঠেছে

বুলেট ৩৫০ এর আগে ভারতের সেনাবাহিনী ট্রায়াম্ফ ও বিএসএ ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহার করত।

ভারতীয় সেনাবাহিনীতে বুলেট আসার পর দেশেই এই মোটরসাইকেলের উৎপাদনও শুরু হয়েছিল

সেনাকে এই মোটরসাইকেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেশে বাইক তৈরির কাজেও উৎসাহ তৈরি হয়

রয়াল এনফিল্ড বুলেট 350 এখন বাজারে আটটি রঙে পাওয়া যায়। যাকে মিলিটারি বাইকস বলতে পারেন আপনি।

তবে এই বাইকের পার্টস পাওয়া খুবই সহজ। রাস্তার ধারের মেকানিকও এই বাইকের মেকানিজম জানে।