Image Source: Pexels, Pixabay

কেউ সারা বছর ধরে টাকা জমায়। কেউ আবার বছর শেষের বোনাসটা পুরোটাই জমিয়ে রেখে দেয়। কোনও কেনাকাটা নয়, ঘোরার জন্য়।

Image Source: Pexels, Pixabay

দীর্ঘদিনের মানসিক ক্লান্তি বা শারীরিক পরিশ্রমের চাপ। সবই যেন উধাও হয়ে যায় পছন্দের কোনও জায়গা ঘুরতে গেলে।

Image Source: Pexels, Pixabay

আগেভাগেই ছুটির ব্য়বস্থা করে রাখতে হবে যদি আপনি চাকরি করেন। ব্যবসা বা স্বনিযুক্ত পেশায় থাকলে বের করতে হবে বেশ ভাল একটা সময়।

Image Source: Pexels, Pixabay

কিন্তু ভাল করে ঘুরতে যাওয়ার জন্য কিছু দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলেই গোটা ভ্রমণের প্ল্যান ভাল হবে ও যাবতীয় মজা পাওয়া যাবে।

Image Source: Pexels, Pixabay

কোনও ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে বুকিং এড়ানোই ভাল। সেটা হোটেলই হোক বা প্যাকেজ ট্যুর। নেটে রেটিং দেখে স্থানীয় ট্যুর বুক করুন।

Image Source: Pexels, Pixabay

এখন বহু মানুষ ইউটিউবারদের ভিডিও দেখে ভ্রমণের জায়গার একটা প্রাথমিক ধারণা তৈরি করেন। খেয়াল রাখা প্রয়োজন, সবার পছন্দ আলাদা।

Image Source: Pexels, Pixabay

খুব টাইট শিডিউল বানাবেন না। ঘোরার মাঝে বিশ্রামও কিন্তু প্রয়োজন। ক্লান্ত হয়ে পড়লে ছুটি নিয়ে লাভ কী?

Image Source: Pexels, Pixabay

হোটেল হোক বা ট্রেন-বিমান। বুকিং আগে সারুন। বিশেষ করে পর্যটনের ভরা মরসুমে গেলে শেষ মুহূর্তে পছন্দসই বুকিং পাওয়া যায় না।

Image Source: Pexels, Pixabay

আগেভাগে বাজেট ঠিক করুন। যা বাজেট হবে তার চেয়ে ১৫ শতাংশ মতো টাকা বেশি ব্যবস্থা করে রাখতে হবে।

Image Source: Pexels, Pixabay

ভরা মরসুমে খরচ -ভিড় বেশি। বেছে নিতে পারেন Shoulder Season. অর্থাৎ ভরা মরসুমে ঠিক আগের বা পরের সময়।