Image Source: Pexels, Pixabay

ঘরে গাছ রাখলে মন ভাল থাকে। অবসর সময়ও ভাল কাটে। ভাল থাকে ঘরের পরিবেশও। ইন্ডোর প্ল্যান্টের মধ্যেই অন্যতম পছন্দ সাকুলেন্ট।

Image Source: Pexels, Pixabay

বিশেষ ধরনের গুল্ম বা কাঁটাজাতীয় গাছ এটি। বহু প্রজাতি রয়েছে এর। রং, আকারের বিভিন্নতাও অনেক। প্রায় সব সাকুলেন্ট ঘরে থাকে

Image Source: Pexels, Pixabay

ঘরে সাকুলেন্ট রাখতে গেলে বিশেষ কিছু দিকে খেয়াল রাখতে হয়। অন্য গাছগুলির থেকে এদের যত্ন নেওয়া ও দেখভালের চাহিদা ও পদ্ধতি আলাদা।

Image Source: Pexels, Pixabay

সাধারণত শুষ্ক অঞ্চলে সাকুলেন্ট হয়। পরিবেশগত কারণেই পাতা, কাণ্ড ও মূলে এদের খাদ্য ও জল সঞ্চিত থাকে।

Image Source: Pexels, Pixabay

পাতা থেকে সাকুলেন্টের স্বাস্থ্য বুঝতে হয়। স্বাস্থ্য ভাল থাকলে সাকুলেন্টের পাতা স্ফীত ও এবং পূর্ণ থাকবে। শুকিয়ে যাবে না।

Image Source: Pexels, Pixabay

সাকুলেন্ট রাখার পাত্র বা টবও খুব দেখেশুনে নিতে হবে। এমন টবে রাখতে হবে, যেখান থেকে খুব সহজে জল বেরিয়ে যায়।

Image Source: Pexels, Pixabay

নজর দিতে হবে মাটিতেও। বালি, প্রুমিস এবং পারলাইট, কোকোপিট দিতে মাটি তৈরি করতে হবে। যাতে সহজেই জল শুষতে পারে।

Image Source: Pexels, Pixabay

সূর্যের আলো সব গাছেরই লাগে। সাকুলেন্টেরও লাগে। ঘরের ভিতরে রাখলেও এমন জায়গা বেছে নিতে হবে। যেখানে পর্যাপ্ত আলো এসে পৌঁছয়।

Image Source: Pexels, Pixabay

সাকুলেন্টে খুব বেশি জল লাগে না। জলের মাপ নিয়ে অত্যন্ত সতর্ক হতে হয়। কারণ সামান্য বেশি জলে সাকুলেন্ট নষ্ট হয়ে যেতে পারে।

Image Source: Pexels, Pixabay

টবের মাটিতে জল জমলে সেখানে ছত্রাক তৈরি হতে পারে। ফলে সেখানে যাতে জল না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মাটি পাল্টাতে হবে