Image Source: Pexels

ত্বকের যত্ন নেওয়ার জন্য নানা ভাবে ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস।

Image Source: Pexels

ত্বকের ট্যান দূর করতে দারুণ ভাবে কাজে লাগে লেবুর রস।

Image Source: Pexels

যাঁদের অয়েলি স্ক্রিন তাঁদের ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতেও সাহায্য করে লেবুর রস।

Image Source: Pexels

ত্বকের বিভিন্ন দাগছোপ এবং কালচে ভাব দূরে করতেও কাজে লাগাতে পারেন লেবুর রস মেশানো ফেসপ্যাক।

Image Source: Pexels

অয়েলি স্কিনের মূল সুস্যা ব্রন। এই ব্রন দূর করতে বা কমাতেও লেবুর রস কাজে লাগে।

Image Source: Pexels

ত্বকের ঔজ্জ্বল্য ফিরে পেতেও ভরসা এই লেবুর রস। তাই ঘরোয়া ফেসপ্যাকে মিশিয়ে নিতে পারেন এই উপকরণ।

Image Source: Pexels

অনেকসময় ব্রন কমে গেলেও মুখে দাগ থেকে যায়। এই সমস্ত দাগ দূর করতেও সাহায্য করে পাতিলেবুর রস।

Image Source: Pexels

মুখের ত্বকে লেবুর রস লাগানোর সময় বিশেষ ভাবে খেয়াল রাখবেন যেন চোখে কোনওভাবেই এই রস ঢুকে না যায়।

Image Source: Pexels

লেবু, মধু আর সামান্য চিনি মিশিয়ে ঘরোয়া উপায়ে খুব ভাল স্ক্রাব তৈরি করা যায়।

Image Source: Pexels

টকদই আর লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে লাগালে সেটাও ট্যান তুলতে কাজে লাগে দারুণ ভাবে।