অর্জুন কপূরের জন্মদিনের উদযাপন সেরে মুম্বই ফিরলেন মালাইকা অরোরা। বুধবার রাতে মুম্বইয়ের বিমানবন্দরে আসেন তাঁরা। সেই সময়েই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন বিটাউনের এই যুগল। মালাইকা আর অর্জুনের প্রেম এখনও বিটাউনের চর্চার বিষয়। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো সময়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন মালাইকা। সেখানে দেখা গিয়েছিল, অর্জুনের মুখে কখনও খাবার তুলে দিচ্ছেন মালাইকা। আর সেই খাবার খেয়ে মুগ্ধ অর্জুন। কখনও আবার রেস্তোরাঁর মোমবাতির আলোয় প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। মালাইকা অর্জুনের প্রেমের সাক্ষী আইফেল টাওয়ার সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করে মালাইকা লিখেছিলেন, 'আমার ভালোবাসা, প্রার্থনা করে নাও। তোমার সমস্ত ইচ্ছা আর স্বপ্নপূরণ হোক।' প্যারিসের উপকন্ঠে রোম্যান্টিক ছুটি কাটিয়ে ফের মায়ানগরীতে ফিরেছেন যুগল। সামনেই মুক্তি পাচ্ছে অর্জুন কপূরের নতুন ছবি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই পোস্টার শেয়ার করে নিয়েছেন অর্জুন। এই ছবিতে অর্জুনের বিপরীতে দেখা যাবে তারা সুতরিয়াকে আপাতত কাজে ফিরছেন দুজনেই, সোশ্যাল মিডিয়ায় কেবল প্যারিস ভ্রমণের স্মৃতি