‘চা’ ছাড়া বাঙালি ভাবা যায় না! মাটির ভাঁড় ছেড়ে এবার কাগজের কাপেই মেতেছে বাঙালি খড়্গপুর আইআইটির গবেষকদলের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য কাচের কাপের বদলে বেশিরভাগ চায়ের দোকানেই ব্যবহৃত হচ্ছে কাগজের কাপ শরীরে ঢোকা উপাদানের প্রভাবে বাড়ছে মুখ ও গলার ক্যানসারের প্রবণতা এই উপাদানে থাকে টক্সিক বিসফেল যা মুখ ও গলার ক্যানসারের অন্যতম কারণ বিষ সরাসরি মানবদেহের অন্ত্রে পৌঁছে রক্তে মিশছে অবিলম্বে এই ধরনের কাপের ব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছে প্লাস্টিক ব্যবহার নিয়ে, গবেষণায় প্রাপ্ত ফল আগাম অশনি সঙ্কেত দিচ্ছে