৬ মাসের মধ্যেই ৩৫০ শতাংশ রিটার্ন দিয়েছিল এই শেয়ার।
ছবি- ফ্রিপিক


২০২৩-২৪ অর্থবর্ষে বিনিয়োগকারীদের লাভবান করেছে এই স্টক।



সুজলন এনার্জির শেয়ারের দাম ফের বাড়ছে।



গত অক্টোবরেই দাম ছুঁয়েছিল ৯ বছরের সর্বোচ্চ সীমা।



মঙ্গলবারের বাজারে আপার সার্কিটে থামে এই শেয়ার।



এক ধাক্কায় বাড়ে ৪ শতাংশ।



বুধবার ৪৫.৯০ টাকায় ট্রেড করতে দেখা যায় সুজলন এনার্জির শেয়ার।



জানা গিয়েছে WTG সংস্থার থেকে বড় অর্ডার পেয়েছে সুজলন।



ব্যবসার ভাল ফলের আশাতেই কি দাম বাড়ছে শেয়ারের ?



সুইং ট্রেডিংয়ে ভাল ফল দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
*এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।*