NSC-তে আপনি ৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। ছবি- পিক্সাবে অন্যদিকে পিপিএফে বিনিয়োগের মেয়াদ ১৫ বছর। দুটি ক্ষেত্রেই ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। সুদের হার NSC-তে ৭.৭ শতাংশ বার্ষিক। অন্যদিকে, পিপিএফে আপনি ৭.১ শতাংশ সুদ পাবেন। NSC-তে এক লপ্তে জমা করতে হয় টাকা, PPF-এ জমা হয় মাসে মাসে। সুদের হার NSC-তে বেশি হলেও এতে ৫ বছরের লক-ইন থাকে। PPF-এর ক্ষেত্রে ৫ বছরের পর আংশিক টাকা তোলা যায়। আপনার যদি Lumpsum টাকা না থাকে, মাসিক কিস্তিতে PPF করা যায়। ৫ বছরের বেশি বিনিয়োগ করার সুযোগ আছে PPF-এ, সুদ যদিও NSC-তেই বেশি।