বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক নীরজ চোপড়া ৮৮.১৩ মিটার দূরত্ব অতিক্রম করে রুপো জয় নীরজ চোপড়া এদিন খেলার শুরুতে খুব একটা ফর্মে ছিলেন না নীরজ নিজের প্রথম থ্রোটি ফাউল করেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ দ্বিতীয় ও তৃতীয় সুযোগে নীরজ যথাক্রমে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন পানিপথের তরুণ দ্বিতীয় ও তৃতীয় সুযোগে নীরজ যথাক্রমে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন চতুর্থ পদক্ষেপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের রুপো নিশ্চিত করেন নীরজ নিজের সেরা থ্রো ৯০.৫৪ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করেন পিটারস প্রথম থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা পাকা করেছিলেন নীরজ টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ, এবার বিশ্ব অ্য়াথলেটিক্সেও পদক জিতলেন