Image Source: PTI, GETTY

অতিমারীর রেশ মেলানোর আগেই মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজনীন জরুরী সতর্কতা জারি 'হু'-র।

এখনও পর্যন্ত বিশ্বে ১৬ হাজারেরও বেশি মাঙ্কি পক্স সংক্রমিতের হদিস মিলেছে।

এর মধ্যে আফ্রিকাতেই ৫ জনের মৃত্যু হয়েছে।

ভারতেও বেশ কয়েকজন মাঙ্কিপক্স আক্রান্তের হদিস মিলেছে।

সার্বিক পরিস্থিতি মাথায় রেখেই সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করল হু।

অর্থ একটাই। প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে সমন্বয় করতে হবে।

তেমন বুঝলে অনুদানও দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মাঙ্কিপক্স সংক্রমণের হার ও টিকার অপ্রতুল জোগান মাথায় রেখেই এই ঘোষণা।

হু-র বিশেষজ্ঞ কমিটি অবশ্য সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নেয়নি।

তবে যে হারে এই ভাইরাল সংক্রমণ ছড়াচ্ছে, সেটা মাথায় রেখেই নতুন সিদ্ধান্ত।