অ্যাজমা ফুসফুস ও শ্বাসযন্ত্রের প্রদাহজনিত একটি অসুখ।

কাশি, সর্দি, শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়া, বুকে চাপ অনুভূত হওয়ার মতো উপসর্গ দেখ যায়।

বিভিন্ন কারণে অ্যালার্জিজনিত সমস্যা থেকে অ্যাজমা হতে পারে।

ভারতে বিভিন্ন বয়সের নাগরিকদের মধ্যে এই সমস্যা দেখা যায়।

পুরোপুরি না সারলেও সচেতনতা এবং বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় এই সমস্যা।

বিষয়টি নিয়ে সচেতনতা প্রসারের জন্যই ৩ মে পালিত হয় ওয়ার্ল্ড অ্যাজমা ডে।

গ্লোবাল ইনিসিয়েটিভ অফ অ্যাজমা এই দিনটি পালন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দিনটি পালন করা হয়।

অ্য়াজমা কী, কীভাবে এর মোকাবিলা করা যায়, কোন পদ্ধতিতে সুস্থ থাকা যায়-এসব তথ্য প্রচারে জোর দেয় সংস্থা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।