বাড়ি করবেন অথবা গাড়ি কিনবেন? কিংবা ব্যক্তিগত কোনও কাজ? ঋণ প্রয়োজন।



কিন্তু ঋণ বা লোন নেবেন কোথা থেকে? এই প্রশ্ন মনে আসে সবারই। কী করবেন?



প্রথমেই যাবেন স্বীকৃত কোনও ব্যাঙ্ক বা অনুমোদিত আর্থিক সংস্থায়। ভুলেও পা দেবেন না ফাঁদে



অনেকসময় ফোন আসে বা মেসেজ আসে অজানা নম্বর থেকে, সহজে ঋণের প্রস্তাব দিয়ে।



সেই প্রস্তাবে পা দিলেই সর্বনাশ। কোনও অ্যাপ ডাউনলোড করতে বলা হয়, সেই অ্য়াপ ফোনে নামালেই নিমেষে ফাঁস ব্যক্তিগত তথ্য।



সহজে ঋণের প্রস্তাব শুনে ঋণ নেওয়ার পরেই বাড়তে থাকে সুদ। রাজি না হলে ব্ল্যাকমেলের ঘটনাও ঘটে।



পরিচিতদের নম্বরে যায় অশালীন মেসেজ এবং হুমকি ফোন। এমন ঘটনার একাধিক অভিযোগ উঠেছে।



ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক অনুমোদনহীন একাধিক ঋণ-অ্য়াপ নিষিদ্ধ করা হয়েছে।



বারবার সতর্ক করা হয়েছে গ্রাহকরা যেন কোনওভাবেই এমন কোনও অ্যাপ বা সংস্থার থেকে ঋণ না নেন।



তার বদলে সরকার স্বীকৃত সংস্থা এবং ব্যাঙ্কের দ্বারস্থ হওয়াই ভাল। একাধিক সহজ পদ্ধতিতে ঋণও পেয়ে যাবেন গ্রাহকরা।