আপনার কষ্টার্জিত অর্থ কোনও নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান?
ABP Ananda
Image Source: ফাইল ছবি

আপনার কষ্টার্জিত অর্থ কোনও নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান?

চোখ বন্ধ করে 'লং টার্ম ফিক্সড ডিপোজিটে' রাখতে পারেন, পরামর্শ বহু বাজার-বিশেষজ্ঞের।
ABP Ananda

চোখ বন্ধ করে 'লং টার্ম ফিক্সড ডিপোজিটে' রাখতে পারেন, পরামর্শ বহু বাজার-বিশেষজ্ঞের।

এখন এই পরিষেবা অনলাইনেও মেলে। প্রয়োজন মতো কিছু জরুরি নথির সফট কপি আপলোড করা দরকার।
ABP Ananda

এখন এই পরিষেবা অনলাইনেও মেলে। প্রয়োজন মতো কিছু জরুরি নথির সফট কপি আপলোড করা দরকার।

যে কোনও বৈধ ব্যাঙ্কে এই পরিষেবা পাওয়া যায়। সে জন্য ওই ব্যাঙ্কে আপনার অনলাইন অ্যাকাউন্টে লগ ইন করা দরকার।

যে কোনও বৈধ ব্যাঙ্কে এই পরিষেবা পাওয়া যায়। সে জন্য ওই ব্যাঙ্কে আপনার অনলাইন অ্যাকাউন্টে লগ ইন করা দরকার।

বিভিন্ন অপশনের মধ্যে 'ওপেন আ ফিক্সড ডিপোজিট অপশন'-এ ক্লিক করতে হবে।

জরুরি তথ্য় ও নথির সফট কপি আপলোড করা এই পদ্ধতির পরবর্তী ধাপ। 'নমিনি-ও বাছতে হয়।

আবেদনপর্ব শেষের পর কত অঙ্কের অর্থ 'ফিক্সড ডিপোজিট' করবেন, তা ট্রান্সফার করতে হবে।

অফলাইনেও এক পরিষেবা পাওয়া যায়। সে জন্য আপনার পছন্দের ব্যাঙ্কের ব্রাঞ্চে যেতে হবে।

ব্রাঞ্চ থেকেই 'লং টার্ম ফিক্সড ডিপোজিট'-র ফর্ম দেওয়া হবে।

এই আমানতের পরিবর্তে বাজারের হারের তুলনায় কম সুদে ঋণ পাওয়া যায়। ব্যাঙ্ক এর 'রিটার্ন' নিশ্চিত করে, তাই ঝুঁকি খুবই কম।