অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে অজান্তেই অনেকসময় গ্রাহকরা আর্থিক প্রতারণার ফাঁদে পড়ে যান।

মূলত স্ক্যামাররা ছাড়ের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করে। দেখা যায় অস্বাভাবিক কম দামে হোটেলে রুম পাওয়া যাচ্ছে।

যদি দেখেন কোনও হোটেলের ক্ষেত্রে রুম বুকিংয়ে এমন ছাড় দেওয়া হচ্ছে যা সচরাচর দেখা যায় না, তাহলে সেই অফারের লোভে না এগনোই ভাল।

অনলাইনে হোটেল বুক করার সময় পরিচিত এবং স্বীকৃতিপ্রাপ্ত বা অনুমোদনপ্রাপ্ত ওয়েবসাইট থেকে কাজকর্ম করুন। সেখানে সুরক্ষা তুলনায় বেশি।

সরাসরি হোটেলের ওয়েবসাইট থেকেও রুম বুকিং করতে পারেন আপনি। এক্ষেত্রেও সুরক্ষিত থাকবেন। আর্থিক প্রতারণা হবে না।

হোটেলের রুম বুক করার সময় আগে হোটেলের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভালভাবে অন্যান্য ইউজারদের রিভিউ পড়ে নেওয়া প্রয়োজন।

হোটেলের ওয়েবসাইটে বেশিরভাগ সময়েই তাদের ফোন নম্বর দেওয়া থাকে। সেখানে ফোন করে সরাসরি আপনি অফারের ব্যাপারে বিশদে জেনে নিতে পারেন।

হোটেলের রুম অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রে দেখা যায় অফারের সঙ্গে ইমেল অ্যাড্রেস বা লিঙ্ক দেওয়া রয়েছে। এগুলিতে ক্লিক না করাই শ্রেয়।

অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। ভরসাযোগ্য ওয়েবসাইট ছাড়া নিজের ব্যাঙ্কের ক্রেডেন্সিয়াল শেয়ার করবেন না।

যদি অনলাইনে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কোনও ওয়েবসাইট দেখে মনে সন্দেহ জাগে কিংবা অপরিচিত ওয়েবসাইটে অফারের ছড়াছড়ি থাকে তাহলে সেখান থেকে বুকিং না করাই ভাল।