ড্রাইভার, কাজের লোক সঠিক পরিচয় জানাচ্ছে তো ! কীভাবে যাচাই করবেন আধার কার্ড ?

ড্রাইভার , পরিচারিকা বা ভাড়াটিয়ার পরিচয় দিয়ে আপনার বাড়িতে ঢুকছে না তো অন্য লোক।

ভুয়ো আধার কার্ড (Aadhaar Card) দেখিয়ে অনায়াসেই আপনার বাড়িতে স্থান পাচ্ছেন না তো প্রতারকরা ?

কীভাবে আধারের আসল-নকল যাচাই করতে পারবেন আপনি।

আজকাল দেশের নাগরিকদের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রে লাগে আধার।

সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক।

১ প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in- এ গিয়ে লগ ইন করুন।

২ এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান। ৩ এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন।

৪ পরবর্তী পদক্ষেপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন।

৫ যদি ক্লিক করার পর নতুন পেজ খুলে যায় ও তাতে গ্রাহকের আধার নম্বর দেখা যায় তাহলে আপনার কার্ড আসল।

৬ এখানে আপনার আধার কার্ড নম্বর ছাড়াও বয়স, লিঙ্গ ও রাজ্য ছাড়াও আরও বিবরণ দেখাবে।

৭ নতুন পেজে কার্ডের বিবরণ না দেখালে বুঝে যাবেন আপনার আধার কার্ড নকল।

Thanks for Reading. UP NEXT

ঋণের ফাঁদ এড়াতে অ্যাপ-সাফাই গুগলের

View next story