ড্রাইভার, কাজের লোক সঠিক পরিচয় জানাচ্ছে তো ! কীভাবে যাচাই করবেন আধার কার্ড ?
ড্রাইভার , পরিচারিকা বা ভাড়াটিয়ার পরিচয় দিয়ে আপনার বাড়িতে ঢুকছে না তো অন্য লোক।
ভুয়ো আধার কার্ড (Aadhaar Card) দেখিয়ে অনায়াসেই আপনার বাড়িতে স্থান পাচ্ছেন না তো প্রতারকরা ?
কীভাবে আধারের আসল-নকল যাচাই করতে পারবেন আপনি।
আজকাল দেশের নাগরিকদের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রে লাগে আধার।
৬ এখানে আপনার আধার কার্ড নম্বর ছাড়াও বয়স, লিঙ্গ ও রাজ্য ছাড়াও আরও বিবরণ দেখাবে।
৭ নতুন পেজে কার্ডের বিবরণ না দেখালে বুঝে যাবেন আপনার আধার কার্ড নকল।