অনলাইনে বারবার বিপদের ফাঁদে পড়ার ঘটনা সামনে আসছে। প্রতারকদের এখন নতুন অস্ক্র ভুয়ো ঋণ।



এমন একাধিক অ্যাপ বাজারে রয়েছে যার মাধ্য়মে সেরকম কোনও নথি ছাড়াই মেলে লোন বা ঋণ।



কিন্তু সেই ঋণ আদৌও ভাল নয়। এতে প্রতারিত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই পরিস্থিতিতে বড়সড় পদক্ষেপ করেছে google



গত ২ বছরে ৪৭০০টি এমন ভুয়ো ঋণ অ্যাপ তাদের প্লে-স্টোর (Play Store) থেকে সরিয়ে দিয়েছে এই টেক জায়ান্ট।



সম্প্রতি রাজ্যসভায় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী ড. ভগওয়াত করদ এই তথ্য দিয়েছেন।



২০২১ এপ্রিল থেকে ২০২২ জুলাই পর্যন্ত গুগল তাদের Play Store-এর অন্তত ৩৫০০-৪০০০ অ্যাপ দেখে বাদ দিয়েছে ২৫০০টি অ্যাপ



২০২২ সেপ্টেম্বর থেকে ২০২৩ আগস্ট পর্যন্ত ২২০০টিরও বেশি লোন অ্যাপ প্লেস্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।



পরে যাতে এমন সমস্যা রোখা যায় তার জন্য গুগল তাদের নীতি এনেছে। এমন ঋণ অ্যাপ প্লে স্টোরে জায়গা পাওয়ার ক্ষেত্রে নয়া নীতি এনেছে গুগল



স্বীকৃত কোনও সংস্থা বা তাদের সঙ্গে জুড়ে কোনও সংস্থা এমন অ্যাপ আনলে একমাত্র সেটাই জায়গা পাবে Google Playstore-এ



Thanks for Reading. UP NEXT

কর বাঁচবে, বাড়বে টাকাও! এখানে টাকা জমান?

View next story