নতুন বছর শুরু হয়ে এখন দ্বিতীয় মাস চলছে। আর এখন চলছে ২০২৩-২৪ আর্থিক বছর। প্রায় শেষ পর্যায়ে রয়েছে এই অর্থবর্ষ।



এই সময়ে, কর সাশ্রয় নিয়েও অনেকে ভাবনাচিন্তা করে থাকে। ফলে কর বাঁচানোর জন্য প্রয়োজনীয় বিনিয়োগগুলি করে ফেলার কর জন্য বেশি সময় হাতে নেই।



ঠিকমতো পরিকল্পনা করে নানা ধরনের স্কিমে বিনিয়োগ করা যায়। বিনিয়োগের মাধ্যমে অনেকেই আয়কর বাঁচানোর কাজও করেন।



বিনিয়োগের অপশন নিয়ে আলোচনায় শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, গোল্ড বন্ডের সঙ্গেই ঘুরে-ফিরে আসে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নাম।



এটি সঞ্চয়ের এমন একটি জায়গা যেখানে ভাল রিটার্ন রয়েছে। তারই সঙ্গে রয়েছে ট্যাক্স বাঁচানোর সুবিধা।



একবারে ১৫ বছরের জন্য পিপিএফ-এ বিনিয়োগ করা যায়। বিনিয়োগকারীরা প্রতি বছর ৫০০ টাকা থেকে দেড় লক্ষ টাকা জমা করার সুযোগ পান।



সন্তানের জন্য একজন অভিভাবক PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন। ২ জনে আলাদা করে একই সন্তানের জন্য PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন না।



কেন্দ্রীয় সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদ কত থাকবে তার সিদ্ধান্ত নেয়। প্রতিটি ত্রৈমাসিকে এই হার নতুন করে রিভিউ করা হয়।



২০২৩-২৪ আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ রয়েছে।



এক জন ব্যক্তি আয়করের ৮০সি ধারার অধীনে পিপিএফ-এ বিনিয়োগের উপর বার্ষিক নির্দিষ্ট পরিমাণ কর ছাড় পেতে পারেন।