অনেকেই বিনিয়োগ এবং সুরক্ষা দুটোই একসঙ্গে পেতে ভরসা করেন জীবনবিমার উপর।



LIC-থেকে বহুলোকই বিমা কেনেন। অনেকেই কিন্তু এই বিমার মেয়াদ পূরণের পর অথবা কোনও দুর্ঘটনা ঘটলে বিমাকৃত অর্থ নিতে ভুলে যান।



ডেথ ক্লেম, ম্যাচুরিটি ক্লেম, সার্ভাইভাল বেনিফিট- এগুলো অনেকসময় না তোলা হলে তা আনক্লেইমড ফান্ড হিসেবে গণ্য হয়ে থাকে।



যে কোনও বিমা করানো ব্যক্তি বা তাঁর নমিনি সহজেই খুঁজে বের করতে পারেন এমন কোনও অদাবিকৃত বা আনক্লেইমড অর্থরাশি বিমা সংস্থার কাছে জমা রয়েছে কিনা।



LIC- বা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের ক্ষেত্রে এমন পড়ে থাকা দাবি না হওয়া অর্থের খোঁজ বাড়ি বসেই পাওয়া যায়। কীভাবে মিলবে সেই খোঁজ?



প্রথমেই যেতে হবে https://licindia.in/web/guest - এখানে। এবার কাস্টমার সার্ভিস ড্রপবক্স খুলে ক্লিক করতে হবে Unclaimed Amounts of Policyholders-এ



এবার একটি পেজ খুলবে সেখানে পলিসি নম্বর. বিমাকৃত ব্যক্তির নাম, তাঁর জন্মতারিখ এবং PAN দিতে হবে



সব তথ্য গুছিয়ে দেওয়ার পরে আরও একবার ভাল করে চেক করে নিয়ে নীচেই থাকা সাবমিট বাটনে ক্লিক করতে হবে।



যদি সেই পলিসিতে কোনও আনক্লেইমড বা অদাবিকৃত অর্থরাশি থাকে যা বিমা সংস্থার কাছে পড়ে রয়েছে, তা দেখিয়ে দেওয়া হবে।



যাবতীয় প্রক্রিয়া ও নিয়ম মেনে আবেদন করতে হবে। বিমা সংস্থার থেকে ওই টাকা নির্দিষ্ট কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যেই লেনদেন হবে।