ভারতীয় আইন অনুসারে, বাড়ির মালিক ও ভাড়াটিয়া উভয়েরই কিছু আইনি অধিকার ও কর্তব্য রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: pexels

ভাড়াটেকে লিখিত ভাড়া চুক্তি, মৌলিক সুবিধা এবং নোটিশ ছাড়া সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না।

Image Source: pexels

ভাড়াটেরা নিজেরাই বাড়িওয়ার সঙ্গে চুক্তি করার সময় সবকিছু বুঝে নেন না।

Image Source: pexels

গৃহকর্তা কোনও আইনি কারণ ছাড়া, কোনও নোটিশ না দিয়ে ঘর খালি করতে বলতে পারেন না।

Image Source: pexels

ভাড়েটে ঘর খালি করার পর সিকিউরিটি ডিপোজিট ফেরত নিতে পারে।

Image Source: pexels

ভাড়াটিয়ারা যেন সব সময় সময় মতো ভাড়া পরিশোধ করে এবং সমস্ত নিয়মকানুন মেনে চলে।

Image Source: pexels

ভাড়েটে ঘরটিতে প্রয়োজনীয় সংস্কার বা মেরামতের দাবি করতে পারে।

Image Source: pexels

যদি গৃহকর্তা চুক্তির নিয়মাবলী অনুসরণ না করেন, তবে ভাড়াটে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন।

Image Source: pexels

ভাড়াটেকে কোনও বিষয়ে না জানিয়ে বাড়ির মালিক বাড়ির ভাড়া বাড়াতে পারে না।

Image Source: pexels

ভাড়াটে প্রত্যেকবার ভাড়া পরিশোধের পর রসিদ পাওয়ার অধিকার আছে

Image Source: freepik