২০০ ইউনিট পেরোবে না বিদ্যুতের বিল, মেনে চলুন এই টিপস

Published by: ABP Ananda
Image Source: Pixabay

গরমকালে প্রতি মাসেই প্রচুর টাকা বিদ্যুতের বিল বেশি আসে।

Image Source: Pixabay

এই কিছু উপায় মাথায় রাখলে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণে থাকতে পারে।

Image Source: Pixabay

খুব ভোরবেলায় যদি কাপড় কাচা, ইস্ত্রি, ইত্যাদি করে ফেলেন তাহলে কম আসতে পারে বিল।

Image Source: Pixabay

কারণ, সকালে গ্রিডের উপরে লোড কম থাকে, বিদ্যুৎ প্রবাহ স্থিতিশীল থাকে।

Image Source: Pixabay

এই জন্য বৈদ্যুতিন যন্ত্রপাতি কম ইউনিট খরচ করে এই সময়।

Image Source: Pixabay

তাছাড়া মোবাইল চার্জার, ওয়াশিং মেশিন ব্যবহারের পরে প্লাগ খুলে রাখুন। এতে স্ট্যান্ডবাই পাওয়ার লস হয় না।

Image Source: Pixabay

অনেকেই সারা দিন রাত এসি চালান, এতে বিল অনেক বেড়ে যায়।

Image Source: Pixabay

নির্দিষ্ট সময় এসি চালানো দরকার, তাতে বিল নিয়ন্ত্রণে থাকবে।

Image Source: Pixabay

এসি চালালে ঘরের দরজা-জানালা ভাল করে বন্ধ করে দিতে হবে, এতে কম ইউনিট খরচ হবে এসিতে।

Image Source: Pixabay