অর্গানাইজড সেক্টরে চাকরি করলে সাধারণত প্রভিডেন্ট ফান্ডের সুবিধা থাকে। প্রতিমাসে কিছু কিছু টাকা সেই খাতে জমা হয়



এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড- এ কত টাকা জমল? সেই হিসেবে আপনি পাবেন সহজেই। বাড়ি বসেই দেখবেন সঞ্চয়ের পরিমাণ।



কীভাবে দেখবেন আপনার EPF ব্যালান্সে কত টাকা জমেছে?



UAN অ্যাক্টিভেট করা হলে ব্যবহারকারীরা EPFO-এর ওয়েবসাইটে গিয়ে সঞ্চয়ের পরিমাণ দেখতে পাবেন।



'EPFOHO UAN' লিখে 7738299899 এই নম্বরে পাঠান



কীভাবে দেখবেন EPF ব্যালেন্স? 7738299899 নম্বরে রেজিস্টার্ড নম্বর থেকে মেসেজ করতে হবে।



ইংরেজি ডিফল্ট ভাষা। এছাড়া, হিন্দি, পাঞ্জাবি, গুজরাতি, মরাঠি, কন্নড়, তেলগু, তামিল, মালয়লম এবং বাংলায় ভাষায় এই পরিষেবা মিলবে।



অন্য ভাষায় পরিষেবা পেতে চাইলে SMS করতে হবে উপরিউক্ত নম্বরেই। EPFOHO UAN BEN- এই মেসেজ করতে হবে বাংলার জন্য



EPFO-এর তরফে সর্বশেষ PF খাত এবং সঞ্চয়ের পরিমাণ মেসেজের মাধ্যমে জানানো হয়।



EPHO ওয়েবসাইটে গিয়েও UAN-ও পাসওয়ার্ডের মাধ্যমে পাসবুক দেখা যায়।