রেশন কার্ড থেকে মোবাইল নম্বর লিঙ্ক বা ডি-লিঙ্ক করা যায়। কীভাবে? জানিয়েছে রাজ্যের খাদ্য দফতর।



প্রথমেই যেতে হবে http://food.wb.gov.in/ ওয়েবসাইটে। সেখানে ক্লিক করতে হবে Citizen Home- মেনুতে



তারপর Ration Card Related Corner, তারপরে 'আধারের মাধ্য়মে স্ব-সেবা' ক্লিক করে পরের পেজে Link/De-link Mobile অপশনে ক্লিক করুন।



পরের পেজে Ration Card No- এর জায়গার রেশন কার্ড নম্বর নিয়ে সার্চ করুন।



এরপর আধার অনুমোদন চেক বক্সে টিক করলে Send OTP/OTP মেনু আসবে, সেটা ক্লিক করলেই মোবাইলে OTP আসবে



এবার নির্দিষ্ট জায়গায় OTP দিন, পরের পেজে De-link Mobile Number এবং Add New Mobile Number অপশন রয়েছে।



প্রয়োজন মতো অপশন বেছে নিয়ে সেটা ক্লিক করতে হবে। নম্বর সরাতে চাইলে সেই অপশন ক্লিক করে প্রয়োজনীয় স্টেপ মেনে চলুন।



নতুন মোবাইল নম্বর দিতে চাইলে Add New Mobile Number- এ ক্লিক করুন



এবার সেখানে যে নম্বর যোগ করতে চান সেটা ক্লিক করুন, তারপর Send OTP ক্লিক করুন।



এবার সেই OTP দিলেই Data Successfully updated দেখাবে। তার মানে সেই আপডেট নেওয়া হয়ে গিয়েছে।



Thanks for Reading. UP NEXT

প্যান কার্ড ছাড়াই কীভাবে জানবেন সিবিল স্কোর ?

View next story