২০২৩ সালের এপ্রিল থেকে এই প্রকল্পে প্রতি মাসে সুদ দেওয়া হচ্ছে ৭.৪ শতাংশ। (ছবি সৌজন্য-গেটি)



প্রবীণ নাগরিক ও অবসরপ্রাপ্ত মানুষদের জন্য মাসিক আয় প্রকল্পটিই সবচেয়ে ভালো। (ছবি সৌজন্য-গেটি)



একা এই প্রকল্পটি খুলতে চাইলে সর্বনিম্ন হাজার থেকে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। (ছবি সৌজন্য- গেটি)



যৌথভাবে অ্যাকাউন্ট খুললে ১৫ লক্ষ আর নাবালক-নাবালিকরা ৩ লক্ষ টাকা রাখতে পারবে। (ছবি সৌজন্য- গেটি)



প্রয়োজনে এই অ্যাকাউন্টগুলি একটি পোস্ট অফিস থেকে অন্য অফিসে বিনামূল্যে স্থানান্তরিত করা যায়। (ছবি সৌজন্য- গেটি)



যাঁরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা চাইছেন তাঁদের জন্য এটি আদর্শ। (ছবি সৌজন্য- গেটি)



কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটিকে সমর্থন দেয়, তাই টাকা মার যাওয়ার কোনও ভয় নেই। (ছবি সৌজন্য- গেটি)



এই প্রকল্প থেকে টাকা প্রয়োজনে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টেও পাঠানো যেতে পারে। (ছবি সৌজন্য- গেটি)



ঝুঁকিহীন বলে এটি ছোট বিনিয়োগকারীদেরও পছন্দের প্রকল্প। (ছবি সৌজন্য- গেটি)