ক্রমশ এগিয়ে আসছে আয়কর দাখিলের সময়। এই সময়ে একটি ফর্মের কথা খুব আলোচিত হয়।



বিশেষ করে চাকরিজীবীদের কাছে এই ফর্ম খুব গুরুত্বপূর্ণ। এর নাম- Form 16



বেতনভুক চাকরিজীবীদের আয়কর দাখিলের জন্য এই Form 16 অত্যন্ত গুরুত্বপূর্ণ।



যে সংস্থায় এক ব্যক্তি চাকরি করেন, সেই সংস্থার তরফে এই ফর্ম দেওয়া হয়।



ওই সংস্থা সেখানে চাকরিজীবী এক ব্যক্তিকে কত বেতন দিচ্ছে, কী খাতে অর্থ দিচ্ছে। কত কর কাটা হচ্ছে। সব হিসেব দেওয়া থাকে এই ফর্মে।



চাকরিজীবী ব্যক্তি যে যে খাতে ছাড়ের জন্য আবেদন করেছেন সেটাও উল্লেখ থাকে ফর্মে।



Part A -তে থাকে চাকরিদাতা সংস্থা তাঁর কর্মীর বেতন থেকে কী কী খাতে কর কেটেছে। TDS-এর উল্লেখও এখানে থাকে।



Part B -তে থাকে বেতনখাতে আয় এবং চাকরিজীবী ব্যক্তি কী কী ছাড়ের আবেদন করেছেন।



16A, 16B, 16C এই ফর্মগুলির কথাও শোনা যায়। এগুলি বিভিন্ন খাতে আলাদা আলাদা কারণে ব্যবহার করা হয়।



১৯৬১ সালের আয়কর আইনের ২০৩ নম্বর সেকশন অনুযায়ী চাকরিদাতা সংস্থাকে বাধ্যতামূলকভাবে কর্মীকে নির্দিষ্ট সময়ের আগে Form 16 দিতে হবে।



Thanks for Reading. UP NEXT

আপনার গাড়ি রাস্তায় রাখতে পারবেন? নিয়ম কী বলে?

View next story