প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে ? এইভাবে পরীক্ষা করুন

Published by: ABP Ananda
Image Source: pexels

সরকার কর ফাঁকি রোধ করতে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে।

Image Source: pexels

এই লিঙ্কিং কেবল আয়কর প্রদানের সময় নয়, বরং ব্যাঙ্কিং লেনদেন ও অন্যান্য সরকারি কাজের জন্যও অপরিহার্য।

Image Source: pexels

কয়েক মিনিটের মধ্যে আপনি কীভাবে আপনার প্যান এবং আধার কার্ড অনলাইনে লিঙ্ক করতে পারেন।

Image Source: pexels

ওয়েবসাইটের হোমপেজে “Link Aadhaar Status” এই বিকল্পটিতে ক্লিক করুন।

Image Source: pexels

ড্রপ বক্সে আপনার ১০-সংখ্যার প্যান নম্বর ও ১২-সংখ্যার আধার নম্বর লিখুন।

Image Source: pexels

নিরাপত্তার জন্য দেওয়া ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করুন।

Image Source: pexels

তারপরে, লিঙ্কের অবস্থা তৎক্ষণাৎ স্ক্রিনে দেখা যাবে, যদি লিঙ্ক করা থাকে তবে “Your PAN is linked with Aadhaar” এই বার্তাটি দেখাবে।

Image Source: pexels

যদি লিঙ্ক না থাকে, তাহলে আপনার প্যান আধারের সঙ্গে যুক্ত নেই, এই বার্তাটি আসবে।

Image Source: pexels

আপনি একই স্থানে লিঙ্ক আধার এ ক্লিক করে লিঙ্কিং প্রক্রিয়া শুরু করতে পারেন।

Image Source: pexels