গ্যাস সাবসিডি পুনরায় চালু করতে চান ? সহজ প্রক্রিয়াটি জেনে নিন

Published by: ABP Ananda
Image Source: pexels

ভারত সরকার এলপিজি গ্যাস সাবসিডি যোজনা শুরু করেছিল, যার ফলে সাধারণ মানুষের জন্য রান্নার গ্যাস সস্তা করা সম্ভব হয়েছিল।

Image Source: pexels

কিন্তু অনেক সময়, গ্রাহকদের ভর্তুকি কিছু কারণে বন্ধ হয়ে যায়।

Image Source: pexels

যদি আপনার গ্যাস ভর্তুকি বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে এই কাজগুলি করুন।

Image Source: X

প্রথমে আপনার এলপিজি এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন ও ভর্তুকি বন্ধ হওয়ার কারণ জিজ্ঞাসা করুন।

Image Source: pexels

এবার আপনার আধার নম্বরটি আপনার নামের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক করা হয়েছে তা নিশ্চিত করুন।

Image Source: pexels

যদি বর্তমানে লিঙ্ক না থাকে, তবে আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে আধার লিঙ্ক করুন।

Image Source: pexels

তারপর মাই এলপিজি ওয়েবসাইটে লগ ইন করুন, সেখানে ‘চেক পহেল স্ট্যাটাস’-এ ক্লিক করুন।

Image Source: pexels

এখানে আপনি দেখতে পারেন যে DBTL স্কিমের সাথে আপনার সংযোগ আছে কিনা।

Image Source: pexels

যদি লিঙ্ক না থাকে, তবে ‘Join DBTL’ -এ ক্লিক করুন।

Image Source: pexels