জাল নোটের উপর এই জিনিসগুলো থাকে না

Published by: ABP Ananda
Image Source: pexels

নোটের জাল সংস্করণে মহাত্মা গান্ধীর জলছাপ অস্পষ্ট বা খারাপ দেখায়।

Image Source: pexels

গান্ধীজির ছবির পাশে একটি ওয়াটারমার্ক লাইন থাকে, আসল নোট হলে তা স্পষ্টভাবে দেখা যায়।

Image Source: pexels

এছাড়াও জাল নোটে সিকিউরিটি লাইন কেবল ছাপা হয়, আসলটির মতো দেখায় না।

Image Source: pexels

প্রতিটি নোটে একটি ক্রমিক সংখ্যা থাকে, যা সমান দূরত্বে বাসানো হয় ও স্পষ্ট থাকে।

Image Source: pexels

নোটের জাল নম্বরের এই সংখ্যাগুলি ভিন্ন ফন্টে বা বাঁকা হতে পারে

Image Source: pexels

সঠিক নোটে ছোট অক্ষরে আরবিআই ও মূল্য লেখা থাকে, যা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যায়।

Image Source: pexels

জাল নোটগুলি বানান ভুল বা অস্পষ্ট হতে পারে।

Image Source: pexels

টাকার সামনের দিকে মূল্য ইংরেজি ও দেবনাগরী লিপিতে লেখা থাকে, কিন্তু জাল নোটে এই সংখ্যা বা অক্ষর ভুলভাবে ছাপা হয় অথবা থাকে না।

Image Source: pexels

যদি আপনি জাল নোট চিনতে চান, তবে আপনি আরবিআই এর MANI অ্যাপের সাহায্য নিতে পারেন।

Image Source: pexels