ক্রেতাসুরক্ষা বিষয়ক দফতরে অভিযোগ দায়ের করবেন কোন উপায়ে?

Published by: ABP Ananda
Image Source: pexels

ক্রেতাসুরক্ষা বিষয়ক দফতরে আইনের অধীনে দেওয়ানি আদালতকে প্রদত্ত ক্ষমতার মতোই ক্ষমতা রাখে

Image Source: pexels

ক্রেতাসুরক্ষা বিষয়ক দফতর ক্রেতাদের না না অভিযোগ ও নালিশ সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তি করে।

Image Source: pexels

এই পরিস্থিতিতে, দেখে নেওয়া যাক কীভাবে এই খানে অভিযোগ দায়ের করা যাবে?

Image Source: pexels

ক্রেতাসুরক্ষা বিষয়ক দফতরের টোল ফ্রি নম্বর ১৮০০-১১-৪০০০ অথবা ১৯১৫ তে ফোন করে আপনি আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন

Image Source: pexels

এছাড়াও ৮৮০০০০১৯১৫ নম্বরে মেসেজ পাঠিয়েও অভিযোগ জানানো যেতে পারে

Image Source: pexels

consumerhelplinegovin-এই ওয়েবসাইটে গিয়েও অনলাইনে গিয়েও অভিযোগ জানাতে পারেন।

Image Source: pexels

ওয়েবসাইটে অভিযোগের সাথে ডকুমেন্টস যেমন রশিদ, ওয়ারেন্টি কার্ড এবং পণ্যের তথ্য জমা করতে হয়।

Image Source: pexels

ওয়েবসাইটে অভিযোগ করার জন্য আপনাকে প্রথমে একবার রেজিস্ট্রেশন করতে হবে

Image Source: pexels

নিবন্ধনের জন্য আপনাকে ওয়েবসাইটে গিয়ে ইমেল আইডি-র মাধ্যমে নিবন্ধন করতে হবে

Image Source: pexels