বাড়িতে কত নগদ টাকা রাখা যেতে পারে?

Published by: ABP Ananda
Image Source: pexels

বর্তমানে, অধিকাংশ কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়, যার মধ্যে অনলাইন পেমেন্ট অন্যতম

Image Source: pexels

অনলাইনের পরেও আমাদের নানাবিধ কাজে কিন্তু নগদ টাকার প্রয়োজন হয়

Image Source: pexels

অনেকে আজও বাড়ির লকারে নগদ টাকা রাখেন, তবে বাড়িতে টাকা রাখা ঠিক কি না, সেই নিয়ে অনেকে বিভ্রান্তও হন

Image Source: pexels

কোনও ব্যক্তি বাড়িতে সর্বাধিক কত নগদ টাকা রাখা যেতে পারে জানেন?

Image Source: pexels

আয়কর বিভাগ নগদ রাখার কোনো সরাসরি সীমা নির্ধারণ করেনি

Image Source: pexels

আপনি আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকা রাখতে পারেন, তবে শর্ত একটাই টাকাটা যেন বৈধ উপায়ে আসে

Image Source: pexels

আয়কর বিভাগ জানতে আপনার বাড়িতে নগদ টাকার উৎস কিন্তু আপনি জানাতে বাধ্য

Image Source: pexels

আয়কর আইনের ৬৮ থেকে ৬৯বি ধারাগুলি এখানে প্রযোজ্য হয়

Image Source: pexels

এই ধারাগুলির অনুসারে, সঠিক উৎসবিহীন টাকা রাখলেই বিপদ এবং তা ব্ল্যাকমানি হিসেবে গণ্য করা হবে

Image Source: pexels