ঝুঁকি ছাড়াই ৫ লাখ হয়ে যাবে ১০ লাখ ! পোস্ট অফিসের এই স্কিমে টাকা রেখেছেন ?

Published by: ABP Ananda
Image Source: Getty

পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম অনেকের কাছেই খুবই জনপ্রিয় এবং উপযোগী।



ঝুঁকি ছাড়াই এই বিনিয়োগে বছরে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়।



১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই স্কিমে আমানত করা যায়।



এমনকী এই বিনিয়োগ আয়কর আইনের ৮০সি ধারার অধীনে আয়ক ছাড়ের জন্যও প্রযোজ্য।



এই স্কিমে ৫ বছরের আমানতের উপরে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।



৫ লক্ষ টাকা এই স্কিমে রাখলে ১০ বছরে আপনাকে রিটার্ন দেবে ১০.৪০ লক্ষ টাকা।



প্রথম ৫ বছরে দেবে ৭.২১ লক্ষ টাকা তা আরও ৫ বছরের জন্য বিনিয়োগ করলেই টাকা দ্বিগুণ হবে।



মিউচুয়াল ফান্ড ছাড়া এই পোস্ট অফিসের স্কিমে ঝুঁকি ছাড়াই টাকা দ্বিগুণ করার বিকল্প রয়েছে।