আপনার ক্ষেত্রেও হতে পারে এই সমস্যা। কখনও আধার কার্ড হারিয়ে গেলে বা নম্বর ভুলে গেলে আটকে যেতে পারে অনেক কাজ।



যদি আপনার মোবাইল নম্বরটি ইতিমধ্যেই আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে আধার নম্বর খুঁজে পেতে পারেন।



১ এর জন্য প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। ২ হোমপেজে Retrieve Lost UID or EID অপশনে ক্লিক করুন।



৩ এখন আপনাকে বেছে নিতে হবে যে আপনি UID (আধার নম্বর) পেতে চান নাকি EID (নথিভুক্তি নম্বর) পেতে চান।



৪ আপনার পুরো নাম , রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ক্যাপচা কোড পূরণ করুন।



৫ Send OTP-তে ক্লিক করুন। OTP এন্টার করানোর সঙ্গে সঙ্গে আপনার আধার নম্বর বা EID স্ক্রিনে দেখানো হবে।



এর পরে, আপনি যদি চান, আপনি একই সাইট থেকে ই-আধার কার্ডও ডাউনলোড করতে পারেন।



আধার নম্বর ফিরে পেতে mAadhaar অ্যাপ প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।



অ্যাপটিতে লগইন করুন এবং Retrieve UID or EID-তে ক্লিক করুন।



তারপর নাম, মোবাইল নম্বর, ক্যাপচা কোড পূরণ করুন এবং OTP চান।



OTP এন্টার করানোর সঙ্গে সঙ্গেই স্ক্রিনে আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বরটি দেখা যাবে।