টাকা তুলতে চেকের পিছনেও কেন সই করতে হয় ? জানেন আসল কারণ ?

Published by: ABP Ananda

অনেক সময়ই ব্যাঙ্কে টাকা তুলতে গেলে চেকের পিছনদিকে একবার সই করতে হয় গ্রাহকদের।



অনেকে অভ্যাসের কারণেও চেকের পিছনে সই করে দেন।



কিন্তু ঠিক কী কারণে চেকের পিছনে সই করতে হয় জানেন কি ?



বেশিরভাগ ক্ষেত্রে ব্যাঙ্কের নিয়মানুসারে বিয়ারার চেকের পিছনদিকে টাকা তুলতে যিনি এসেছেন তাঁর সই করার কথা।



এই ধরনের চেকেই অপব্যবহার বেশি দেখা যায়।



ব্যাঙ্কের নিয়মে অ্যাকাউন্ট পেয়ি (A/C Payee) চেকের ক্ষেত্রে পিছনে সই করার দরকার হয় না।



আরবিআইয়ের নিয়মানুসারে শুধু বিয়ারার চেকের পিছনেই সই করা দরকার।



ব্যাঙ্ক আমানতকারীর স্বাক্ষর সংগ্রহ করে রেকর্ড রাখার উদ্দেশ্যে।



চেক হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তার অপব্যবহার রোধ করতে কাজে লাগে এই পদ্ধতি।