মহিলাদের স্বাবলম্বী করতে ২ লক্ষ টাকা দেবে সরকার, ‘স্টার্ট আপ ভাতা’ চালু এই রাজ্যে

Published by: ABP Ananda
Image Source: Getty

নীতীশ কুমারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু হয়েছে বিহারে।

Image Source: Getty

সেপ্টেম্বর মাস থেকেই এই কর্মসংস্থান স্কিম চালু হবে যেখানে মহিলাদের প্রথমেই ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

Image Source: Getty

মহিলাদের স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ, মহিলা উদ্যোক্তাদের পাশে দাঁড়াবে এবার বিহার সরকার।

Image Source: Getty

ব্যবসা শুরু করার জন্য প্রথমে মিলবে ১০ হাজার টাকা আর তারপরে দেওয়া হবে ২ লক্ষ টাকা।

Image Source: Getty

তবে এই ২ লক্ষ টাকা মিলবে ব্যবসা ৬ মাস চালানোর পরে, নির্ভর করবে ব্যবসা অগ্রগতি ও প্রকৃতির উপরে।

Image Source: Getty

প্রত্যেক পরিবারে একজন মহিলাই পাবেন কেবল এই যোজনার সুবিধে।

Image Source: Getty

বিহারের ২.৭ কোটি পরিবারকে মহিলাদের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ সরকারের।

Image Source: Getty