এই প্রকল্পে ৫০০০ টাকা পাবেন ১ কোটি মহিলা, ৯ অগাস্ট ঢুকবে টাকা

Published by: ABP Ananda
Image Source: Getty

এই প্রকল্পের অধীনে আগামী ২০২৮ পর্যন্ত মহিলারা পাবেন ৫০ হাজার টাকা।

Image Source: ABP Live AI

কিস্তিতে ভাগ করে এই টাকা অ্যাকাউন্টে পাঠায় সরকার।

Image Source: Getty

আগামী ৯ অগাস্ট ১ কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা।

Image Source: Getty

৩১ জুলাই কোরাপুটে ওড়িশার উপমুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।

Image Source: Getty

২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল এই প্রকল্প যার নাম সুভদ্রা যোজনা।

Image Source: Getty

২১ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের এই স্কিমের অধীনে ৫ বছরে ৫০ হাজার টাকা দেওয়া হয়।

Image Source: Getty

বছরে দুটি কিস্তিতে ৫০০০ টাকা করে অ্যাকাউন্টে পান মহিলারা।

Image Source: Getty

পারিবারিক আয় বার্ষিক ২.৫ লাখের কম হলে এবং ITR ফাইল না করে থাকলে এই প্রকল্পের টাকা পাওয়া যায়।

Image Source: Getty

ওড়িশা সরকার জানিয়েছে প্রথম কিস্তি দেওয়ার পরেই ১ লক্ষেরও বেশি মহিলার নাম কাটা গিয়েছে এই প্রকল্প থেকে।