যাতায়াতের সুবিধার জন্য আজকাল অনেকেই গাড়ি কেনেন। সহজে ব্য়াঙ্ক ঋণের জন্যও সুবিধা হয়।



কিন্তু গাড়ি কিনলেই মাথায় থাকে আরও একটি চিন্তা। সেটা হল পার্কিংয়ের বিষয়টি



অনেকের বাড়িতেই নিজস্ব গ্যারাজ থাকে না। ভাড়াতেও মেলে না। তাঁদের কী হবে?



অনেকসময়েই পর্যাপ্ত গ্যারাজ না থাকায় রাস্তাতেই পার্কিং করতে হয় বাধ্য হয়ে



কিন্তু আপনি কি জানেন যে রাস্তায় পার্কিং করা আদৌ আইনি কিনা? আসলে এক এক শহরের জন্য এক একরকম নিয়ম থাকতে পারে



কলকাতায় নো-পার্কিং জ়োনে গাড়ি রাখলেই ফাইন দিতে হবে। গাড়ি লক করতে পারে ট্রাফিক পুলিশ



ফুটপাতে কখনও পার্ক করা যায় না। সেটা আদতে বেআইনি। পুলিশ চাইলে ধরে ফাইন দিতে পারে।



কলকাতায় অনেক রাস্তার পাশে নীল-সাদা লাইন টেনে পার্কিংয়ের জায়গা করা হয়েছে। সেখানে টাকা দিয়ে গাড়ি রাখা যায়।



শহরের অনেক জায়গাতেই রাস্তায় পার্কিংয়ের সুবিধা রয়েছে। সেখানে নির্দিষ্ট মূল্য দিয়ে পার্কিং করতে পারেন। তবে যেখানে-সেখানে করা যাবে না



কলকাতায় পার্কিংয়ের সমস্যা রয়েছে। গাড়ি রাখার জন্য ট্রাফিকে বা রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছে এমনটা হলেও ট্রাফিক পুলিশ ধরতে পারে।



Thanks for Reading. UP NEXT

EPF-অ্যাকাউন্ট ডরম্যান্ট? টাকা আটকে? কী করবেন?

View next story