UPI-তে ব্যালান্স চেক করতেও লাগবে টাকা ! ১ অগাস্ট থেকে বদলাচ্ছে নিয়ম

Published by: ABP Ananda
Image Source: Freepik

১ অগাস্ট থেকে ফের বদলাচ্ছে ইউপিআইয়ের নিয়ম।

Image Source: Freepik

ব্যালান্স চেক ও ট্রানসাকশান স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে কার্যকর হবে এই নতুন নিয়ম।

Image Source: Freepik

ফোনপে, গুগলপে, পেটিএম ব্যবহারকারীদের জন্য এই বিষয়টি অত্যন্ত জরুরি।

Image Source: ABP Live AI

এবার থেকে যে কোনও ইউপিআই অ্যাপে দৈনিক ৫০ বার সর্বোচ্চ ব্যালান্স চেক করা যাবে।

Image Source: ABP Live AI

প্রতিটি লেনদেনের স্ট্যাটাস চেক করতে হলে ৯০ সেকেন্ড অন্তর মাত্র তিনবার সুযোগ পাওয়া যাবে।

Image Source: ABP Live AI

নির্দিষ্ট সময়েই কেবল অটোপে লেনদেন এবার থেকে হবে। যেমন- সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে আর রাত ৯.৩০টার পরে।

Image Source: Freepik

এছাড়াও দিনে মাত্র ২৫ বার আপনি ইউপিআইয়ের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাবেন যে কোনও ইউপিআই অ্যাপে।

Image Source: ABP Live AI

তবে একইসঙ্গে ইউপিআইতে পেমেন্টের দ্রুততা বাড়ানোর লক্ষ্যে সময়সীমাও কমানো হয়েছে এনপিসিআইয়ের তরফে।

Image Source: Getty