২০০০ টাকার নোট নিজেদের ঘরে ফেরানোর প্রক্রিয়া আগেই শুরু করেছে RBI
সেইমতো বিভিন্ন মাধ্যমে টাকা সরকারের ঘরে ফেরত দিতে পারছেন গ্রাহকরা


১৯ মে ২০২৩ থেকে টাকা ফেরানোর কথা ঘোষণা করা হয়



RBI জানাল, বাজারে ২০০০ টাকার নোট যা বণ্টিত, তার মধ্যে ৯৭.৮৭ শতাংশ তারা ফেরত পেয়েছে



অর্থাৎ ২৮ জুন পর্যন্ত বাজারে এখনও ৭,৫৮১ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট রয়েছে



এখনও যদি কারো কাছে ২০০০ টাকার নোট থেকে থাকে, তা তাঁরা ফেরত দিতে পারবেন



রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১৯টি ইস্যু অফিসের মাধ্যমে নোট জমা দেওয়া যাবে



পাশাপাশি কেউ যদি পোস্ট অফিসের মাধ্যমে নোট RBI ইস্যু অফিসে পাঠাতে চান, তাও পারবেন



দেশের যে কোনও পোস্ট অফিসের মাধ্যমে আপনি RBI অফিসে নোট পাঠিয়ে দিতে পারবেন



আপনার অ্যাকাউন্টে সম পরিমাণ টাকার অঙ্ক জমা হয়ে যাবে ।
ছবি সৌজন্য - পিটিআই