চাকরিজীবীদের ভবিষ্যতের সুরক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এটি নিয়মিত দেখভাল করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে।



সংগঠিত ক্ষেত্রে যাঁরা চাকরি করেন তাঁদের জন্য রয়েছে EPF-এর সুবিধা



এই জমাখাতের সামগ্রিক হিসেব-নিকেশ, দেখভাল করে EPFO. কর্মচারীদের বেতনের কিছু অংশ মাসে মাসে জমা হয় এখানে। তার উপর সুদ মেলে



চাকরি ছাড়ার পরে বা অবসর নেওয়ার পরে সেই জমানো টাকা সুদ-সহ মেলে।



যে কোনও কারণেই কোনও ব্যক্তি ৩ বছর বা তার বেশি সময় ধরে এখানে টাকা জমাতে না পারলে, সেই EPF অ্যাকাউন্ট ডরম্যান্ট হয়ে যায়।



এই ডরম্যান্ট অ্য়াকাউন্ট খুব সহজেই আবার নতুন করে চালু করা যায়।



সম্প্রতি EPFO-জানিয়েছে কীভাবে ডরম্যান্ট অ্যাকাউন্ট অ্যাকটিভ করা যাবে। প্রথমেই দেখতে হবে KYC আপ-টু-ডেট রয়েছে কিনা।



এরপর সাইটে গিয়ে লগ ইন করতে। এরপর যেতে হবে Help Desk -সেকশনে।



এবার এখানে দেখা যাবে 'Inoperative Account Assistance'- অপশন। সেটায় যেতে হবে।



এরপর যা নির্দেশ রয়েছে সেটা মেনে পরিচয় প্রমাণ করে আবেদন করতে হবে।



Thanks for Reading. UP NEXT

এই ভুল হলে স্বাস্থ্যবিমা থেকেও মিলবে না কভারেজ

View next story