চাকরিজীবীদের ভবিষ্যতের সুরক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এটি নিয়মিত দেখভাল করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে।



সংগঠিত ক্ষেত্রে যাঁরা চাকরি করেন তাঁদের জন্য রয়েছে EPF-এর সুবিধা



এই জমাখাতের সামগ্রিক হিসেব-নিকেশ, দেখভাল করে EPFO. কর্মচারীদের বেতনের কিছু অংশ মাসে মাসে জমা হয় এখানে। তার উপর সুদ মেলে



চাকরি ছাড়ার পরে বা অবসর নেওয়ার পরে সেই জমানো টাকা সুদ-সহ মেলে।



যে কোনও কারণেই কোনও ব্যক্তি ৩ বছর বা তার বেশি সময় ধরে এখানে টাকা জমাতে না পারলে, সেই EPF অ্যাকাউন্ট ডরম্যান্ট হয়ে যায়।



এই ডরম্যান্ট অ্য়াকাউন্ট খুব সহজেই আবার নতুন করে চালু করা যায়।



সম্প্রতি EPFO-জানিয়েছে কীভাবে ডরম্যান্ট অ্যাকাউন্ট অ্যাকটিভ করা যাবে। প্রথমেই দেখতে হবে KYC আপ-টু-ডেট রয়েছে কিনা।



এরপর সাইটে গিয়ে লগ ইন করতে। এরপর যেতে হবে Help Desk -সেকশনে।



এবার এখানে দেখা যাবে 'Inoperative Account Assistance'- অপশন। সেটায় যেতে হবে।



এরপর যা নির্দেশ রয়েছে সেটা মেনে পরিচয় প্রমাণ করে আবেদন করতে হবে।