বলা হয় মানুষের শ্রেষ্ঠ বন্ধু বই

Published by: ABP Ananda

বহু মানুষ নিয়ম করে রোজ বই পড়েন, যার উপকারিতাও কিন্তু কম নয়।

যদি আপনি একা থাকেন তবে বই আপনার বন্ধু হয়ে উঠতে পারে।

এটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে।

চিন্তা এবং বোধগম্যতা বাড়ে।

বই পড়া মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে অপরিহার্য।

বই পড়া স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে।

না না গল্প, বিভিন্ন লোকের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আপনাকে উদ্বুদ্ধ করতে পারে।

বই পড়লে আপনি ইতিবাচকভাবে সংগ্রাম এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখতে পারেন।

অতএব প্রতিদিন ঘুমানোর আগে ১৫-২০ মিনিট বই পড়া খুবই ভাল অভ্য়াস।