সান্তা ক্লজের জন্ম কোথায় হয়েছিল?

Published by: ABP Ananda
Image Source: paxels

আমরা সবাই ক্রিসমাস খুব পছন্দ করি এবং বিশেষ করে এর সঙ্গে জড়িত ঐতিহ্যগুলো।

Image Source: paxels

ক্রিসমাসে সান্তা ক্লজের ঐতিহ্য, বিশেষ করে শিশুদের জন্য বেশ আনন্দের।

Image Source: paxels

সান্তার প্রথম উল্লেখ চতুর্থ শতাব্দীর এক সন্ন্যাসীর থেকে আসে যিনি সেন্ট নিকোলাস নামে পরিচিত ছিলেন।

Image Source: paxels

সান্তা ক্লজের জন্ম প্রায় ২৮০ খ্রিস্টাব্দে পাতারাতে হয়েছিল।

Image Source: paxels

সে ছোটবেলা থেকেই অত্যন্ত ধার্মিক এবং উদার ছিলেন

Image Source: paxels

পরে মায়রা নামক ছোট একটি গ্রামের বিশপ হন তিনি।

Image Source: paxels

সান্তা ক্লজ তার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছিলেন বলেই শোনা যায়।

Image Source: paxels

দরিদ্র ও রোগীদের সাহায্য করার জন্য গ্রামেগঞ্জে তিনি ঘুরে বেড়াতেন।

Image Source: paxels

সেন্ট নিকোলাস দিবস তাঁর মৃত্যুর দিন ৬ ডিসেম্বর পালন করা হত।

Image Source: pexels