KYC আপডেট - এর ফলে ব্যাঙ্কে আপনার গ্রাহক সম্পর্কিত তথ্য সময়ে সময়ে আপডেট হতে থাকে।



KYC আপডেট করা থাকলে টাকাপয়সার লেনদেন সংক্রান্ত দুর্নীতির সম্ভাবনা কমে।
গ্রাহক সম্পর্কিত ও অ্যাকাউন্টের তথ্যাদির সাম্প্রতিক আপডেট থাকে ব্যাঙ্কের কাছে।


KYC সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ নির্দেশিকাও রয়েছে।



এবার সেই নির্দেশিকা মেনে, গ্রাহকদের Know Your Customer বা KYC আপডেট করতে বলল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা PNB।



৮ অগাস্টের মধ্যে KYC আপডেট করে ফেলতে হবে। তবে সব গ্রাহককে নয়।



৩০ জুন, ২০২৫ সালের মধ্যে KYC আপডেটের বিষয়টি যাদের এখনও বাকি রয়ে গিয়েছে, তাদের জন্য এই আপডেটের নির্দেশিকা জারি করেছে ব্যাঙ্ক



উক্ত গ্রাহকরা ৮ অগাস্টের মধ্যে KYC আপডেট না করে ফেলতে পারলে, অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যা হতে পারে



KYC আপডেটের জন্য গ্রাহককে পরিচিতির প্রমাণ, সাম্প্রতিকতম ছবি, প্যান কার্ড বা ফর্ম ৬০, মোবাইল নম্বর সহ
ব্যাঙ্কের শাখায় গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে।


তবে PNB ONE বা ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার সাহায্যেও এটি করা যেতে পারে।



এছাড়াও নির্দিষ্ট ফর্ম ও নথি রেজিস্টার্ড পোস্ট বা ব্যাঙ্কে নথিভুক্ত মেল আই-ডির সাহায্যেও ব্যাঙ্কের নিজস্ব শাখায় পাঠিয়ে দেওয়া যাবে। ৮ অগাস্টের মধ্যে



ডিসক্লেমার : ব্যাঙ্ক ও নিজের অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য নিজস্ব ব্যাঙ্কের শাখায় অবশ্যই যোগাযোগ করুন
ও সরকারি বিজ্ঞপ্তি মেনে চলুন।