এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল ! আপনার অ্যাকাউন্ট নেই তো ?

Published by: ABP Ananda
Image Source: PTI

লাইসেন্স বাতিল হলে ব্যাঙ্ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।



২৩ জুলাই ২০২৫ থেকে এই ব্যাঙ্ক আর কোনও লেনদেনে অংশ নিতে পারবে না।



রিজার্ভ ব্যাঙ্ক জারি করে কড়া পরোয়ানা কারণ এই ব্যাঙ্কের কাছে যথাযথ পুঁজি নেই।



এমনকী এই ব্যাঙ্কটি মুনাফা অর্জন করতে অক্ষম বলে দাবি করেছে RBI।



এই ব্যাঙ্কিং প্রতিষ্ঠান তার সমস্ত রকম দায় বদনে অপারগ থেকেছে বলেই তালা ঝুলিয়েছে আরবিআই।



কর্ণাটকের কারওয়ার আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে।



ব্যাঙ্কের গচ্ছিত সমস্ত সম্পদ লিকুইডেশনের জন্য আদেশ জারি করা হয়েছে কর্ণাটক সরকারকে।



আমানতকারীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেয়ে যাবেন বিমার অধীনে।
এই ঘটনায় ক্ষুদ্র কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে আমানত নিয়ে দুশ্চিন্তা বেড়েছে গ্রাহকদের মনে।