ABP Ananda


হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার। বিশেষ করে পেমেন্টের ক্ষেত্রে দারুণ কাজে আসবে এই বৈশিষ্ট্য।


ABP Ananda


এই বৈশিষ্ট্যটি চালু হওয়ার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেনদেন করা সহজ হয়ে যাবে।


ABP Ananda


এই নতুন ফিচার এলে ব্যবহারকারীদের বার বার পিন লিখতে হবে না।


ABP Ananda


মিডিয়া রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপ পেমেন্ট কার্যকারিতার মধ্যে UPI লাইট অন্তর্ভুক্ত করতে চলেছে।


ABP Ananda


এটি ব্যবহারকারীদের জন্য পেমেন্ট করা সহজ করে তুলবে।


ABP Ananda





ABP Ananda


UPI লাইট সাধারণত অল্প পরিমাণে লেনদেনের জন্য ব্যবহৃত হয়। এর জন্য কোর-ব্যাঙ্কিং সিস্টেমের প্রয়োজন হয় না।


ABP Ananda


ব্যবহারকারীরা এই ওয়ালেটে অর্থ অ্যাড করতে পারেন ও তাদের ট্রান্সফার করার জন্য খুব বেশি যাচাইকরণের প্রয়োজন হয় না।


ABP Ananda


সংস্থা বর্তমানে এই বৈশিষ্ট্যটি ডেভেলপ করছে। এটি চালু হতে কিছুটা সময় লাগতে পারে।