'শহরের উপকথা' ও 'গিরগিট'-এর পর আবারও পরিচালকের আসনে বাপ্পাদিত্য়।
ABP Ananda

'শহরের উপকথা' ও 'গিরগিট'-এর পর আবারও পরিচালকের আসনে বাপ্পাদিত্য়।

সম্প্রতি তিনি শেষ করলেন অ্য়ান্থোলজি 'ত্রিভুজে'-এর শ্য়ুটিং।
ABP Ananda

সম্প্রতি তিনি শেষ করলেন অ্য়ান্থোলজি 'ত্রিভুজে'-এর শ্য়ুটিং।

কলকাতা, বর্ধমান ও শান্তিনিকেতনের একাধিক জায়গায় হয়েছে ছবির শ্য়ুটিং।
ABP Ananda

কলকাতা, বর্ধমান ও শান্তিনিকেতনের একাধিক জায়গায় হয়েছে ছবির শ্য়ুটিং।

এই ছবিতে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্য়ায়, অপরাজিতা ঘোষ সহ আরও অনেকে।

এই ছবিতে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্য়ায়, অপরাজিতা ঘোষ সহ আরও অনেকে।

তিনটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি।

প্রত্যেকটা গল্পই থ্রিল, সাসপেন্স ও রহস্য়ে ভরপুর।। এছাড়াও রয়েছে রোমান্টিক বেশ কিছু মুহূর্তের কোলাজ।

সম্প্রতি শহরের এক রোস্তোরাঁয় হয়ে গেল ছবির ব়্য়াপ আপ পার্টি। যেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।

চলতি বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ছবি ঘিরে ইতিমধ্য়েই শুরু হয়েছে উন্মাদনা।

প্রথম গল্পটি পেন্টিং নিয়ে , পরেরটি ফটোগ্রাফি এবং শেষেরটি ভিডিওগ্রাফি, সূত্র ধরেই বেঁধে রেখেছেন পরিচালক।

চলতি বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি।