ABP Ananda


নায়কের বিপরীতে রোম্যান্টির নায়িকার ভূমিকার অভিনয়... ক্লান্ত হয়ে পড়েছিলেন বিদ্যা বালন


ABP Ananda


সেই ধারায় যেন বদল নিয়ে আসে 'ইশকিয়া'। এই সুযোগের জন্যই যেন অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন বিদ্যা বালন।


ABP Ananda


সম্প্রতি একটি সাক্ষাৎকারে, বিদ্যা গল্প করেছেন, কীভাবে ইশকিয়া ছবিটি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল


ABP Ananda


২০০৫ সালে 'পরিণীতা'-র ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন বিদ্যা। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সইফ আলি খান।


ABP Ananda


প্রায় সমস্ত ছবিতেই এক ধরনের বলিউড হিরোইনের চরিত্রে অভিনয় করতে করতে যেন কিছুটা ক্লান্তই হয়ে পড়েছিলেন বিদ্যা


ABP Ananda


একটি সাক্ষাৎকারে বিদ্যা বলেন, 'কেরিয়ারের দীর্ঘ একটা সময় আমি কেবল নায়কের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয়ের সুযোগ পাচ্ছিলাম'


ABP Ananda


'কিন্তু এই ধরনের চরিত্রে অভিনয় করে আমি তৃপ্তি পাচ্ছিলাম না। তবে আমার ছবি বক্সঅফিসে ভালোই ব্যবসা করছিল।'


ABP Ananda


'অনেকেই আমায় বলতে থাকেন, যে আমি তো ভালই কাজ পাচ্ছি, সাফল্যও। তাহলে কেন আমি অন্য ধারার ছবিতে, চরিত্রে নিজেকে দেখতে চাইছি!।'


ABP Ananda


'ঠিক এই সময়ে আমি ইশকিয়ার অফার পাই, এমন চরিত্রের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম।'